১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

শাহ আমানতে ২৭ সোনার বারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ২৭ সোনার বারসহ আলী আকবর নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তারা। আজ রোববার সকালে নিয়মিত তল্লাশির সময় ওই যাত্রীর ব্যাগ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি ১০০ গ্রাম। এসব সোনার বারের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রবীন্দ্র চন্দ্র সিংহ। তিনি জানান, সকালে সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইর ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এতে নিয়মিত তল্লাশির সময় আলী আকবর নামে এক যাত্রীর হাতে থাকা ছোট একটি ব্যাগে সোনার বারগুলো পাওয়া যায়।

এ ঘটনায় আলী আকবরকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানিয়েছেন কাস্টমসের ওই কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ২:৩৩ অপরাহ্ণ