২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

রায়ের তারিখ ঘোষণা রহস‌্যজনক : বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় জানাতে তারিখ ঘোষণাকে ‘অপ্রত‌্যাশিত এবং রহস‌্যজনক’ হিসেবে অভিহিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস‌্যরা। বিএনপি ও খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে দ্রুত রায় ঘোষণা ‘সরকারের অপচেষ্টার অংশ’ অভিহিত করে এর বিরুদ্ধে ঐক‌্যবদ্ধ প্রতিবাদ জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দলের নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস‌্যদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া। মির্জা ফখরুল জানান, ‘হঠাৎ করেই খালেদা জিয়ার রায় বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করার বিষয়টি শুধু অপ্রত্যাশিতই নয়, রহস্যজনকও। স্থায়ী কমিটি মনে করে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও খালেদা জিয়াকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার জন্য দ্রুত রায় ঘোষণা সরকারের অপচেষ্টার অংশ।’ এ সময় বিচারের নামে ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে’ সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন ‘দলের জাতীয় স্থায়ী কমিটি মনে করে, খালেদা জিয়াসহ কয়েকজন নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়েছে সরকার। তাই সরকারের এই আচরণের বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ হওয়া উচিত।’ তিনি বলেন, ‘জাল-জালিয়াতি করে বিচারের নামে প্রহসন এবং বিরোধী দলকে দমন করতেই আদালত ব্যবহার করার আরেকটি নোংরা দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে। বিচার বিভাগ ও আইনের শাসন নিয়ে উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও ক্রুদ্ধ স্থায়ী কমিটির সদস‌্যরা।’

রায়ের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আগে রায় আসুক, তারপর এ বিষয়ে বলব।’ তিনি আরো বলেন, ‘আমরা এই রায়কে কেন্দ্র করে ক্ষুব্ধ। আগেও বলেছি, এটি নিরপেক্ষ নির্বাচন বন্ধ করতে গভীর ষড়যন্ত্র।’ বৈঠকে স্থায়ী কমিটির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব‌্যারিস্টার মওদুদ আহমদ, ব‌্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ