নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ঠেকাতে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে ছাত্রলীগ।
জানা যায়, রোববার ভোর ৪টা থেকেই ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা। এসময় তারা ক্যাম্পাসে মিছিল বের করে। এতে অংশ নেয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাবি শাখা সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
এ বিষয়ে আবিদ আল হাসান জানান, যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে প্রতিহত করতে সতর্ক অবস্থানে আছে ছাত্রলীগ। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক বিএম বাশার সিদ্দিকী বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের শাস্তি চেয়ে আমরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম। তা ঠেকানোর জন্য ছাত্রলীগ সশস্ত্র মহড়া দিচ্ছে। তারপরও আমরা বিক্ষোভ মিছিল করবো। গত ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় চালায় ছাত্রলীগ। তার প্রতিবাদে ২৮ জানুয়ারি বিক্ষোভ মিছিলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
দৈনিকদেশজনতা/ আই সি