আন্তর্জাতিক ডেস্ক:
ফেব্রুয়ারির ১ তারিখ থেকে নতুন পরিচ্ছন্নতা আইন কার্যকর করতে যাচ্ছে কাতার। আইনটি কার্যকর করতে মাঠে থাকবে কাতারের পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়ের একটি বিশেষ দল। এ দলের সদস্য ও পর্যবেক্ষকরা নির্বাহী বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। নতুন আইনে কাতারকে পরিচ্ছন্ন রাখতে এবং সব ধরনের জীবাণু থেকে জনজীবন ও পরিবেশ মুক্ত রাখতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
ফলে পরিবেশ দূষণের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। নতুন আইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশদূষণের দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বনিন্ম ৩০০ রিয়াল থেকে সর্বোচ্চ ৬ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
দৈনিকদেশজনতা/ আই সি