১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

তিন কোটি ৮০ লাখে মুম্বাইতে এভিন লুইস

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)এর ১১ তম আসরের দ্বিতীয় দিন নিলাম চলছে। সকালের প্রথম চমক ওয়েস্ট ইন্ডিসের মারকুটে ওপেনিং ব্যাটসম্যান এভিন লুইস। সানরাইজ হায়দরাবাদ ৩ কোটি ৪০ লাখ দিয়ে তাকে দলে নেবার আগ্রহ করলেও শেষে মুম্বাই ইন্ডিয়ান্স ৩ কোটি ৮০ লাখ রুপি দিয়ে লুইসকেকে দলে ভিড়ায়।

বিশ্বের ঘরোয়া লিগ গুলোতে বেশ জনপ্রিয় এই ক্যারাবিয়ান ক্রিকেটার। তাকে ওয়েস্ট ইন্ডিসের নতুন গেইল বলা হয়। দ্রুগ গতির বেশ কয়েকটি সেঞ্চুরি আছে তার। গত বিপিএলেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি।

এছাড়া ২ কোটি ৪০ লাখ রুপিতে মুহিত শর্মাকে দলে নিলো চেন্নাই সুপার কিংস। সন্দিপ শর্মাকে ২ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিলো পাঞ্জাব। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে ১ কোটি রুপিতে নিলো সানরাইজ হায়দরাবাদ। ইন্ডিয়ান বাঁহাতি ব্যাটসম্যান সান্ডারকে ৩ কোটি ২০ লাখ রুটিতে নিলো রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিলামে ওঠেননি তামিম ইকবাল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১২:৩০ অপরাহ্ণ