২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

নেইমারের জোড়া গোল পিএসজির জয়

বিনোদন ডেস্ক:

ফ্রেঞ্চ লিগ ওয়ানে চোটের কারণে শেষ ম্যাচটি খেলেননি নেইমার। দল প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি) হেরেছিল। মঁপেলিয়ের বিপক্ষে ফিরেই করেছেন জোড়া গোল। দলের উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি করেছেন এক গোল। সাথে হয়েছেন পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গোল পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়াও। এই তিনজনের গোলেই ৪-০ ব্যবধানে ম্যাচ জিতেছে লিগে পয়েন্ট তালিকার এক নম্বরের দলটি।

ম্যাচের ১১ মিনিটেই গোল পায় পিএসজি। আদ্রিওঁ রাবিওর বাড়ানো পাস থেকে গল করেন কাভানি। ফ্রেঞ্চ এই ক্লাবটির হয়ে এটি তার ১৫৭ তম গোল। তিনি পিছনে ফেলেছেন সুইস ফরোয়ার্ড জ্বাতান ইব্রাহিমোভিচের ১৫৬ গোলের রেকর্ড। ৪০ মিনিটে মঁপলিয়ের ডি-বক্সে দলটির ফুটবলার পেদ্রো মেন্দেসের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে গোল করেন নেইমার।

ম্যাচের ৭০ মিনিটে পিএসজির মিডফিল্ডার মুনিয়েরের ব্যাকপাস থেকে গোল করেন ডি মারিয়া। ৮২ তম মিনিটে মঁপলিয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন নেইমার। কাভানির ক্রস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান। এই জয়ে ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট হয়েছে পিএসজির। তালিকায় দুই নম্বর দল লিঁও এক ম্যাচ কম খেলে সংগ্রহ করেছে ৪৮ পয়েন্ট।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১০:২৩ পূর্বাহ্ণ