১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

জেতা উচিৎ ছিল ,এভাবে হারাটা অবশ্যই দু:খজনক : মাশরাফি

 

স্পোর্টস ডেস্ক:

মন খারাপ মাশরাফির। ম্যাচ শেষে মন খারাপ নিয়ে সংবাদ সম্মেলনে আসলেন তিনি। ফাইনালে আরো একটি হার। কিন্তু এভাবে হারবে দল, সেটা ভাবতে পারেননি তিনি। ২২১ রানের টার্গেটের ম্যাচ ৭৯ রানে হার। শ্রীলঙ্কার কাছে এমন হার আশা করেননি ম্যাশ। যে কারণে মন খারাপ তার।

ফাইনালে শোচনীয় এ হারকে দু:খজনক অভিহিত করে ম্যাচ শেষে মাশরাফি বলেন,‘ এভাবে হারা উচিৎ হয়নি। আমরা জিততে চেয়েছিলাম। জেতা উচিৎ ছিল। কিন্তু আমরা পারিনি। এভাবে হারাটা অবশ্যই দু:খজনক।’

কী কারণে পরাপর দুই ম্যাচে এমন শোচনীয় ব্যাটিং ব্যর্থতা? বেশি কী চাপ নিয়ে ফেলেছিলেন ব্যাটসম্যানরা? ব্যাটিং ব্যর্থতার আসল কী কারণ? মাশরাফি বললেন,‘ বড় ম্যাচে চাপ তো একটা থাকেই। এটা তো এক বিষয়। আমার মনে হয় এই উইকেটে ব্যাটসম্যানদের যেভাবে খেলা উচিৎ সেভালো খেলেননি। হয়তো শট সিলেকশনে ভুল ছিল। আসলে কী ঘটেছিল তা ব্যাটসমানরাই ভালো বলতে পারবেন।’

মাশরাফি যোগ করেন,‘ প্রথম ১০ ওভারে রান করা কঠিন ছিল। ব্যাটসম্যানদের আরো ধৈর্য্য ধরা উচিৎ ছিল। রিয়াদের সঙ্গে মুশফিকের পার্টনারশিপটা বড় হলে আমরা জিততে পারতাম।’

নট আউট পর্বে বারবার হার। বাংলাদেশ তবে কী দক্ষিণ আফ্রিকার মতো চোকার্স হয়ে গেল? এমন প্রশ্নে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন,‘ দেখেন, দক্ষিণ আফ্রিকা অনেক বড় দল। তারা সবসময় তিনের মধ্যে র‌্যাঙ্কিংয়ে থাকে। আমরা ওদের মতো বড় দল নই। আগে ওদের মতো বড় দল হই তখন তুলনা করা যাবে।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৯:০০ অপরাহ্ণ