২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৩

মালিতে মাইন বিস্ফোরণে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে স্থল মাইন বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) জানিয়েছে, বৃহস্পতিবার একটি গাড়ি মালির বোনি সিটি থেকে বুরকিনার শহরের দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি স্থল মাইনে স্পর্শ করলে বিস্ফোরণটি হয়।

দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মালি শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে স্থল মাইনটি বিস্ফোরিত হয়। ঘটনায় গাড়ির সকল যাত্রী নিহত হয়েছে। এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। এর আগে গত বছরের নভেম্বরে স্থল মাইন বিস্ফোরণে শিশুসহ পাঁচ বেসামরিক মানুষ নিহত হয়।

২০১২ সালে মালিতে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী তুরেগ মালির উত্তরাঞ্চলের প্রায় অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এক বছর পরে (২০১৩ সাল) ফ্রান্সের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর অভিযানে তারা বিতাড়িত হয়। তবে এরপর থেকে দেশটিতে প্রায় এ ধরনের হামলার ঘটনা ঘটছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৩:১৭ অপরাহ্ণ