১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়করণের দাবিতে সারাদেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার (২৭ জানুয়ারি) ধর্মঘট চলছে। এসব প্রতিষ্ঠানে রবিবারও ধর্মঘট থাকবে। পাশাপাশি এগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন অব্যাহত আছে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজো ফোরামের প্রেস সচিব এনামুল হক শনিবার সকালে এসব তথ্য জানান।

শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১০ জানুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের একদফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু হয়। ১৫ জানুয়ারি থেকে আমরা আমরণ অনশনে আছি। তাতেও সরকারের টনক নড়েনি। তাই শনিবার ধর্মঘট চলছে। আগামীকালও সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট হবে।’

তবে কেউ কেউ স্কুল খোলা রেখেছে উল্লেখ করে শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, রাজধানীসহ সারাদেশে এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে ২৭ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এগুলোতে কর্মরত আছেন প্রায় ৪ লাখ শিক্ষক। এর মধ্যে কেউ কেউ ম্যানেজিং কমিটির চাপে খোলা রাখতে পারে।’

বাংলাদেশ ব্যাংক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দীন বলেন, ‘আমরা আজ আমাদের স্কুলে ধর্মঘট পালন করছি। রবিবারও ধর্মঘট করবো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো আমরা।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ১:৩২ অপরাহ্ণ