স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজে বলতে গেলে উড়ছিলই বাংলাদেশ। শ্রীলঙ্কাকে একবার, জিম্বাবুয়েকে দু’বার উড়িয়ে দিয়ে পারফরম্যান্সের তুঙ্গে উঠে গিয়েছিল টিম বাংলাদেশের ক্রিকেটাররা; কিন্তু তাদেরকে যে, যে কোনো মুহূর্তে মাটিতে পা নামিয়ে রাখতে হবে- সে শিক্ষাটা দিয়ে দিল শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মাত্র ৮২ রানে অলআউট করে দিয়ে, ১০ উইকেটে জয় তুলে নিয়ে।
লঙ্কানদের বিপক্ষে এমন একটি লজ্জাজনক হারের (যেটা কি না আবার ঘরের মাঠে সবচেয়ে বড় লজ্জাজনক হার) ৪৮ ঘণ্টা পর আবারও তাদের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। মাঝে কাটছে মাত্র একটা দিন। টানা ক্রিকেট যাকে বলে। এই লড়াইটা আবার যেন-তেন নয়, একেবারে ফাইনাল। এখনও পর্যন্ত জাতীয় ক্রিকেট দল কোনো শিরোপা জিততে না পারায়, এই ফাইনালটা আরও অনেক বেশি গুরুত্ববহ হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে।
সেই আক্ষেপ ঘোচানোর ফাইনাল বাংলাদেশের সামনে, শনিবার। প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। যাদের কাছে ৯ বছর আগেই আরেকটি ফাইনালে জিততে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই শ্রীলঙ্কা, যাদের কাছে আগের ম্যাচেই ঘরের মাঠে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা পেলো। সেই লঙ্কানদের বিপক্ষে, কেমন বাংলাদেশ খেলবে ফাইনালে? ক্রিকেটপ্রেমী ভক্ত-সমর্থকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।
শ্রীলঙ্কার কাছে আগের ম্যাচে হারের পর দলীয় মিটিংয়ে নিশ্চয় এর কার্যকারণ নিয়ে আলোচনা হয়েছে! ফাইনালে কী করতে চায় বাংলাদেশ? আগের ম্যাচের ভুলগুলো কতটা শোধরাতে পারবে তারা? কিংবা নতুন কোনো পরিকল্পনা আছে কি না- তা নিয়ে কী চিন্তা করছে টিম বাংলাদেশ?
ভক্ত-সমর্থকদের এসব কৌতুহলী প্রশ্নের জবাব দিয়েছেন দলীয় অধিনায়ক মাশরাফি। ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শুরুতেই মুখোমুখি হলেন এই প্রশ্নের, ‘দলীয় বৈঠকে কী কথা-বার্তা হলো? সেখানে কী বার্তা দেয়া হলো দলের ক্রিকেটারদের?’
মাশরাফি বললেন, ‘২৪ ঘন্টাও হয়নি, আবার এসেছি প্রেস কনফারেন্সে (আগেরদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এসেছিলেন মাশরাফি)। নতুন কিছু খুব বেশি কিছু বলার নেই। অবশ্য কথা তো হয়েছেই। কালকেও বলেছি, এভাবে হার আমরা চাইনি। ওই ব্যাপারটা মনে করে মাঠে নামা কঠিন। সবার কাছে বার্তা ছিল, পজিটিভ থাকতে। প্রথম ম্যাচে যে মাইন্ডসেট ছিল কালও (ফাইনালে) সেটা নিয়ে মাঠে নামতে (অথ্যাৎ ভালো ক্রিকেট খেলা এবং জয়)। এমন না যে একটা খারাপ গেছে বলে নেতিবাচক চিন্তা করব, বা যে গেমপ্ল্যান ছিল সেখান থেকে বেরিয়ে আসব। প্রথম ম্যাচে যে মাইন্ডসেট ছিল ওটা নিয়েই খেলার চেষ্টা করব আমরা।’
মাশরাফি স্পষ্ট জানিয়ে দিলেন, এমন পরাজয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে টিম মিটিংয়ে। সবাইকে পরাজয়ের দুঃশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নতুন করে ফাইনাল নিয়ে ভাবার জন্য বলা হয়েছে। ইতিবাচক থাকতে হবে এবং জয়ের জন্য যে চিন্তা, ভালো খেলার জন্য যে চিন্তা- সেটা মাথায় রেখেই মাঠে নামতে হবে। তাহলেই সাফল্য এসে যাবে।
দৈনিক দেশজনতা/এন এইচ