১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

প্রয়োজনে মিডিয়া ছেড়ে দেবো : ফারিয়া

বিনোদন ডেস্ক:

প্রয়োজনে মিডিয়া ছেড়ে দেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। ব্যস্ততম অভিনেত্রী হিসেবেই ঢাকা ছেড়ে মালয়েশিয়ায় পড়তে চলে যাওয়া ফারিয়ার সাম্প্রতিক সময়ের বেশকিছু মন্তব্য দেশের শোবিজ অঙ্গনে বিতর্কের সৃষ্টি করেছে। যার পক্ষে-বিপক্ষে চলছে তর্ক-বিতর্ক।

গতকাল ফারিয়া বলেন, আমি মিডিয়াতে থাকি না থাকি কারো কিছু যায় আসে না। মিডিয়া আমাকে ভালোবাসা দিয়েছে, নাম দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। মিডিয়াতে আলোচনায় আসার জন্য মিথ্যা বলে দুই টাকা কামাই করে আমার চলতে হয় না।

তিনি বলেন, প্লিজা আমি আর কোনো নিউজ চাইনা জার্নালিস্ট ভাইয়েরা। আমি আর কোনো আলোচনায় বা এটেনশন চাই না। এই নিউজের সুবাদে আপনাদের দেয়া কাজও করতে চাই না। সত্যি বলার জন্য আমাকে যদি মিডিয়া ছাড়তে হয় ছেড়ে দেবো খুশি মনে।

তিনি বলেন, আলোচনা আসাই যদি মেইন হতো দেশে থেকে কাজ গুলো করে টাকা কামাইতাম বসে বসে। দিনে একহাজারটা ফোন আসে কাজের। দরকার নাই আমার কোনো কাজ। আমি দুইদিনের পাখি বেড়াতে আসছিলাম আবার ফিরে যাচ্ছি।

আপনারা দোয়া রাখবেন আমার জন্য। শুধু একটা লেশন নিয়ে যাচ্ছি। দ্যাট ইজ দেশে সত্য বলা কে ফেমাস হওয়ার ধান্দা মনে করে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ