২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

রোহিঙ্গা নিপীড়নের প্রতিবাদে মিয়ানমারে খেলছেন না সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক: 

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে ইয়াংগনে এশিয়ান ট্যুর টুর্নামেন্টের মিয়ানমার ওপেন শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিলো বাংলাদেশের শীর্ষস্থানীয় গলফার সিদ্দিকুর রহমানের। তবে তিনি রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মিয়ানমারের গলফ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে যে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে সিদ্দিকুর রহমান মিয়ানমারে গলফ টুর্নামেন্টে অংশ নিতে চাচ্ছেন না।

সিদ্দিকুর বলেছেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের যেভাবে বিতাড়িত করা হয়েছে সেটি তিনি কোনভাবেই মেনে নিতে পারছেন না। এমন অবস্থায় মিয়ানমার ভ্রমণের ক্ষেত্রে তাঁর ভয় এবং অস্বস্তি কাজ করেছে বলে তিনি উল্লেখ করেছেন।

সিদ্দিকুর রহমান বলেছেন তিনি রোহিঙ্গাদের সমর্থন করেন। তাই তার ভাষ্যমতে, ‘রোহিঙ্গাদের নিয়ে এতো সমস্যা হচ্ছে, এ অবস্থায় যদি তিনি মিয়ানমারে খেলতে যান তাহলে এটার একটা খারাপ প্রভাব আসতে পারে। তাই তিনি টুর্নামেন্টে অংশ না নেবার বিষয়টি একমাস আগে আয়োজকদের জানিয়ে দিয়েছেন।’

দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে সবার নজর দেয়া প্রয়োজন বলেও মনে করেন শীর্ষস্থানীয় এই গলফার।

মিয়ানমার ওপেন টুর্নামেন্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫৬ গলফার অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে রয়েছে সাড়ে সাত লাখ ডলার।

উল্লেখ্য, ২০১০ সালে সিদ্দিকুর রহমান প্রথম বাংলাদেশী গলফার হিসেবে এশিয়ান ট্যুর-এ অংশগ্রহণের সুযোগ পান। এরপর ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়া গলফ টুর্নামেন্ট শিরোপা লাভ করেন এবং ২০১৬ সালে রিও অলিম্পিক গেমসেও অংশ নিয়েছেন বাংলাদেশী এই গলফার।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৮:৫৯ অপরাহ্ণ