১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে

দেশজনতা ডেস্ক:

সন্ত্রাসী হামলা গোটা বিশ্বের সমস্যা এখন। এই যেমন ইংল্যান্ডের ম্যানচেস্টারে সোমবার রাতের আত্মঘাতী বোমা হামলার কথাই ধরুন। দেশটির নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ এই আঘাতে। ২০০৫ সালের পর আবার এমন বড় কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো দেশটিতে। আর সেই দেশেই ১ জুন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ আসর বসছে। এমন অবস্থায় খোদ আইসিসিও দুশ্চিন্তায়। মঙ্গলবার সংস্থাটি একটি জরুরি বৈঠক ডেকেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টের সাথে জড়িত বিভিন্ন পক্ষের সাথেও আলোচনা করবে তারা। সেই সাথে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া দলগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার কাজ করবে তারা।মাত্র এক সপ্তাহ পরেই ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেটের এই দ্বিতীয় সর্বোচ্চ আসর বসছে। ১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড খেলা দিয়ে টুর্নামেন্ট শুরু। তার আগেই সোমবারের সন্ত্রাসী হামলা ইংল্যান্ডের আসরে খেলতে যাওয়া দলগুলোর মধ্যে বাড়দি দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে। আইসিসি তা বুঝতে পারছে। বিভিন্ন বোর্ড ও পক্ষ তাদের সাথে উদ্বেগ নিয়ে যোগাযোগ করছে। ভারতীয় বোর্ড তো জরুরি বৈঠকেও বসছে বলে জানা গেছে।ওই হামলায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর মিলেছে। অর্ধ শতাধিকের বেশি আহত হওয়ার কথা জানা গেছে। আইসিসির একজন মুখপাত্র উদ্ভুত এই পরিস্থিতির পর জরুরি বৈঠকের খবর জানিয়ে বলেছেন, ‘আজ (মঙ্গলবার) আইসিসি একটি বৈঠক করবে। ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ম্যানচেস্টারে যা ঘটেছে তা নিয়ে আইসিসি খুবই উদ্বিগ্ন। একটি কনফারেনন্স কল করা হবে। সেখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পক্ষ অংশ নেবে।’তার মানে আইসিসি সব অবস্থায় নির্ধারিত সময়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে চায়। লন্ডন, বার্মিংহাম ও কার্ডিফে ১ থেকে ১৮ জুন হবে এই আসর। ৮ দল অংশ নেবে টুর্নামেন্টে। দুটি গ্রুপ। বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর ভারতের গ্রুপে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ১৮ জুন এই আসরের ফাইনাল হওয়ার কথা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৩, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ