১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১০

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারী শিক্ষার্থীদের নিপীড়নবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে বেলা ১টায় নিপীড়নবিরোধী কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনরতরাও অংশ নেন।

মানববন্ধনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নিপীড়নের বিচার চাইতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন শিক্ষার্থীরা। গত কয়েক বছরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। যেখানে শিক্ষার্থীদের দাবিতে তাদের সমর্থন দেওয়ার কথা, সেখানে উল্টা হামলা চালিয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণে এমন ঘটেছে।

তিনি আরো বলেন, ছাত্রলীগ দাবি করছে, সেখানে বহিরাগত ছিল, কিন্তু আমি হাসপাতালে গিয়ে সেদিন আহতদের দেখে এসেছি। কিন্তু কোনো বহিরাগত দেখিনি। সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বরং যারাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে তাদের টার্গেট করে মারা হয়েছে। প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, আগেই এই ঘটনা এড়িয়ে চলা সম্ভব হতো, যদি প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের দাবি বিবেচনা করতো। কিন্তু তারা তা না করে পেটুয়া বাহিনী দিয়ে পিটিয়েছে শিক্ষার্থীদের। এই সময় তিনি হামলাকারীদের বিচার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ছাত্রী নিপীড়নের বিচার চাইতে উপাচার্যকে ঘিরে ধরেন আন্দোলনরত শিকক্ষার্থীরা। এ সময় অবরুদ্ধ ভিসিকে উদ্ধারের নামে বাম নেতাকর্মীদের বেধড়ক মারধর করা হয়। এই হামলায় সাংবাদিকসহ আহত হয় প্রায় ৪০ জন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৩:১০ অপরাহ্ণ