স্পোর্টস ডেস্ক:
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। দলীয় ৩৪ রানে চতুর্থ উইকেটের পতন হয়েছে টাইগারদের। সর্বশেষ সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ১১তম ওভারে সুরঙ্গা লাকমলের বলে দুশমান্থ চামিরার হাতে ধরা পড়েছেন তিনি। রিয়াদ করেছেন সাত রান।
ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ওভারের তৃতীয় বলে রান আউট হন সাকিব আল হাসান। সুরঙ্গা লাকমলের করা এই ওভারের পঞ্চম বলে দানুশকা গুনাথিলাকার হাতে ক্যাচ হন তামিম ইকবাল। সাকিব করেন আট রান। তামিম করেন পাঁচ রান।
এর আগে দলীয় পাঁচ রানে সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হন ওপেনার এনামুল হক বিজয়। ছয় বল খেলে শূন্য রান করেন তিনি। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫ রান। এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার সানজামুল ইসলামকে বসিয়ে একাদশে রাখা হয়েছে। তার পরিবর্তে একাদশে নেয়া হয়েছে পেসার আবুল হাসান রাজুকে।
অন্যদিকে শ্রীলঙ্কা একাদশে দুইটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার কুসল পেরেরা ও পেসার নুয়ান প্রদীপ। কুসল পেরেরার পরিবর্তে একাদশে রাখা হয়েছে দানুশকা গুনাথিলাকাকে। আর নুয়ান প্রদীপের জায়গায় একাদশে রাখা হয়েছে দুশমান্থ চামিরাকে।
দৈনিক দেশজনতা /এমএইচ