২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪০

টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে দারুণ নির্ভার বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তারপরও ফাইনালের আগের দুই ম্যাচ জেতার স্বপ্ন নিয়েই খেলছে দলটি। নিজেদের শেষ ম্যাচে হারিয়েছে জিম্বাবুয়েকে। এবার ফাইনালের আগে গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফাইনালে খেলতে হলে এই ম্যাচে টাইগারদের বিপক্ষে জয়ের বিকল্প নেই লঙ্কানদের। হারলে জিম্বাবুয়ের সাথে রানরেটের হিসেবে শেষপর্যন্ত তাদের ফাইনালে যাওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ তো আছেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি।

চলতি সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জিম্বাবুয়েকে প্রথম ম্যাচে ৮ উইকেটে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের জয় তো দেশের ওয়ানডে ইতিহাসেই সর্বোচ্চ। আর জিম্বাবুয়ের সামনে শেষ ম্যাচে ২১৭ রানের লক্ষ্য রেখেও বোলারদের বীরত্বে ৯১ রানে জিতেছে টাইগাররা। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল তিন ম্যাচেই করেছেন ফিফটি। অল রাউন্ডার সাকিব আল হাসান ২টি ফিফটির পাশাপাশি ৯ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন। বাকিরাও ভাল টাচে রয়েছেন।

অন্যদিকে বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের নতুন শিষ্যরা প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে ভাল পারফর্ম করে জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ইনজুরির কারণে এই সিরিজে দলের বাইরে চলে গেছেন। তার সাথে যোগ দিয়েছেন ফর্মে থাকা ওপেনার কুশল পেরেরাও। তাই ফাইনালে যাওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কাকে যে সর্বশক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে চেষ্টা করতে হবে তা ধারণা করাই যায়।

এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের জায়গায় এসেছেন পেসার আবুল হাসান রাজু। শ্রীলঙ্কা দলে পরিবর্তন এসেছে দুটি। কুশল পেরেরার জায়গায় এসেছেন দানুশকা গুনাথিলাকা। হ্যামস্ট্রিংয়ে টান পড়ার কারণে খেলছেন না পেসার নুয়ান প্রদিপ। তার জায়গায় এসেছেন আরেক পেসার দুশমন্ত চামিরা।

একাদশ-
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিয়ায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আবুল হাসান রাজু, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, লাকশান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া ও দুশমন্ত চামিরা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ১২:৩৪ অপরাহ্ণ