২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

জাপানের আকাশে অদ্ভুত আকাশযান

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের কিউশু দ্বীপে সম্প্রতি অদ্ভুত এক আকাশযান দেখতে পান স্থানীয়রা। রাতের আকাশে অজানা এক আকাশযান পুরো আকাশে আলোর রেখা টেনে চলে যায়। ভোরের আলো ফোটা পর্যন্ত সেই রহস্যময় ধোঁয়ার রেখা দেখতে পান স্থানীয়রা।

আর সেই দৃশ্যকে ঠিকই ধরে রেখেছেন স্থানীয়রা। এদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছেড়েও দেন। এরপরই ভাইরালে পরিণত হয় ঘটনাটি।

এ ব্যাপারে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তবে অধিকাংশের মতামত ছিল এটা ভিনগ্রহের যান না হয়েই যায় না! আবার অনেকের মতে, এটা যুদ্ধবিমান। প্রচণ্ড গতিতে যাওয়ায় পেছনে ধোঁয়ার রেখা ফেলে গেছে।

তবে আবহাওয়া সংবাদে বলা হয়, ওই রাতে কিমোটসুচি শহরের কাছে অবস্থিত ‘উচিনোরা স্পেস সেন্টার’ থেকে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এপসিলন ৩ (Epsilon-3) নামের রকেটটি মহাকাশে পাড়ি দেয়।

অবশ্য কেউ কেউ বলেছিলেন, সেই রকেট সন্ধ্যায় উৎক্ষেপণের কথা! তাহলে এতো রাতে কেন তার ধোঁয়া দেখা যাবে? এ ব্যাপারে মহাকাশ সংস্থা জানায়, সেদিন খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে রকেটটিকে উৎক্ষেপণ করা হয়।

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ১২:২৮ অপরাহ্ণ