১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫
A young girl uses a piece of styrofoam as a paddle board next to a flooded home after heavy rains caused the river Paraguay to overflow, on the outskirts of Asuncion, Paraguay January 23, 2018. REUTERS/Jorge Adorno TPX IMAGES OF THE DAY

বন্যায় ভাসছে প্যারাগুয়ের রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক:

প্যারাগুয়ের রাজধানী অসানসিওনে কর্তৃপক্ষ বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্যারাগুয়ে রিভারের বাঁধ ভেঙে যাওয়ার কারণে কমপক্ষে ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ার এক মাস পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। খবর এএফপির।

খবরে বলা হয়, অসময়ে এ ব্যাপক বন্যার কারণে বাঁধ ভেঙে যাওয়ায় এর পার্শ্ববর্তী অনেক ঘরবাড়ি ভেসে যায়। রাজধানীর লোকসংখ্যা প্রায় পাঁচ লাখ হলেও সেখানের মেট্রো এলাকায় প্রায় ২২ লাখ লোক বসবাস করে। দক্ষিণ আমেরিকার এ দেশের মোট জনসংখা প্রায় ৭০ লাখ। রাজধানী নগরীর কাউন্সিল জানায়, তারা বন্যা কবলিত এলাকার লোকজনের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রি সরবরাহ করছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ