২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩১

আজ ত্রিদেশীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় ওয়ানডে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সিরিজের ফাইনালে খেলতে চায় শ্রীলঙ্ক ।আজ বৃহস্পতিবার সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

ফাইনালে উঠতে এ ম্যাচে জিততেই হবে লঙ্কানদের। হারলেও, ফাইনালে উঠার সম্ভাবনা থাকবে শ্রীলঙ্কার। তবে হারের ব্যবধানটা অল্প ব্যবধানে হতে হবে। এ ম্যাচটি বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও শতভাগ সাফল্য নিয়ে ফাইনাল খেলার লক্ষ্য স্বাগতিকদের।
ত্রিদেশীয় সিরিজে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম তিন ম্যাচে শুধু জয়ই তুলে নেয়নি, একই সঙ্গে স্বাগতিকরা পেয়েছে তিনটি বোনাস পয়েন্টও। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১৬৩ রানে এবং তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন মাশরাফিরা।
আজ আরেকটি বড় জয়ের লক্ষ্যেই শ্রীলংকার বিপক্ষে নামবে  টাইগাররা।
হাথুরুসিংহেকে নিয়ে আলোচনা কিছুটা কমেছে। তারপরও এই ম্যাচে যখন বাংলাদেশ শ্রীলংকার প্রতিপক্ষ তখন ঘুরেফিরে আবার হাথুরুসিংহে আসছেনই। প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনায় তিনি সিদ্ধহস্ত। আর বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়ের দুর্বলতা তো তার জানাই। কাল দু’বার উইকেট দেখার পরও কোন উইকেটে খেলা হবে সেটা জানতে পারেননি হাথুরুসিংহে। হাথুরুসিংহের পরিকল্পনা যাই থাকুক না কেন মাশরাফিরা এ ম্যাচেও শুধু নিজেদের পরিকল্পনা নিয়েই ভাবছেন। আজ উইকেট ব্যাটিং সহায়ক হবে। পরিবর্তন বলতে ওই সানজামুলই। আগের মাচে দারুণ বোলিং করেও পরিকল্পনার কারণে বাদ যেতে হচ্ছে বাঁ-হাতি স্পিনার সানজামুলকে। তবে এবার সাইফউদ্দিন নন, একাদশে সুযোগ পেতে পারেন আবুল হাসান রাজু। কাল পর্যন্ত টিম ম্যানেজমেন্ট এমনটাই ভেবেছেন।
সাকিব- মাশরাফিরা কাল হোটেলে বিশ্রামে কাটিয়েছেন। কেউ কেউ জিম করেছেন। এখন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়েই যা চিন্তা। আগের ম্যাচে সুযোগ পেয়েও সাব্বির-নাসিররা কিছু করে দেখাতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৫০০ উইকেট পেতে সাকিব আল হাসানের প্রয়োজন আর চার উইকেট। আজই এই মাইলফলকে পৌঁছে যেতে পারেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। প্রথম তিন ম্যাচেই তিনি তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আজ আর এক উইকেট পেলেও ষষ্ঠ দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মোস্তাফিজুর রহমান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৯:৪৬ পূর্বাহ্ণ