২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

শিল্পখাতে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত থাকবে ইইউর : রেঞ্জে টিরিঙ্ক

নিজস্ব প্রতিবেদক:
আঞ্চলিক অঙ্গীভূতকরণ কর্মসূচির আওতায় বাংলাদেশের শিল্পখাতে কারিগরি দক্ষতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জে টিরিঙ্ক।
আজ বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে রেঞ্জে টিরিঙ্ক একথা জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়ন, শ্রমআইন, বিসিকের আওতায় বাস্তবায়নাধীন প্রিজম প্রকল্প, শিল্পখাতের গুণগতমান অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, গার্মেন্টস্ দুর্ঘটনার পর বাংলাদেশ বিদ্যমান শ্রমআইন সংশোধন করে যুগোপযোগী করেছে। আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) গাইডলাইন অনুযায়ী শ্রমআইনকে বিশ্বমানে উন্নীত করা হয়েছে।
তিনি শিল্পখাতে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে ইইউর কারিগরি সহায়তা প্রত্যাশা এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পুরাতন কারখানাগুলোর আধুনিকায়নে যৌথ বিনিয়োগ প্রকল্প গ্রহণের প্রস্তাব করেন।
ইইউ রাষ্ট্রদূত সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের প্রশংসা করে বলেন, মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হতে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে চলছে। শ্রমআইনের আধুনিকায়ন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, এসএমই খাতের উন্নয়নে সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রদূত। বাসস

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৯:০৭ অপরাহ্ণ