১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

ঢাবি’র ইতিহাস বিভাগের পুনর্মিলনী শুক্রবার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৬তম পুনর্মিলনী আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান টিএসসি’তে মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন। এর পর রয়েছে দিনভর আলোচনা স্মৃতিচারণসহ সাংস্কৃতি অনুষ্ঠান।

কর্তৃপক্ষ জানিয়েছে, এদিনে বিভাগের অনেক পুরনো ছাত্র-ছাত্রী আসবেন। এজন্য বিভাগের অফিস সারাদিন খোলা থাকবে।

এদিকে ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল সব অ্যালামনাইকে পুরো অনুষ্ঠানে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করতে আহবান জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৬:১৪ অপরাহ্ণ