১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১০

টাঙ্গাইলে অস্ত্র মামলায় দুই যুবকের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে অস্ত্র মামলায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন। দণ্ডিতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার চর কাগমারা গ্রামের আব্দুল আলীমের ছেলে ওয়াব আলী (৩০) এবং এনায়েতপুরের আবুল আজিজের ছেলে আশরাফ আলী (২২)।

এর মধ্যে ওয়াব আলীকে ১০ বছর এবং আশরাফ আলীকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে একটি দল এনায়েত পুরগ্রামের আজিজের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ওই দুই আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র এবং গুলি উদ্ধার করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আলমগীর খান মেনু। আসামি পক্ষের আইনজীবী ছিলেন শামিমুল আক্তার শামিম।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৩:৪৪ অপরাহ্ণ