গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণ। পরবর্তীতে সদর উপজেলার ২১ ইউনিয়নে জেলা নির্বাচন অফিস এ স্মার্ট কার্ড বিতরণ শুরু করবে। বুধবার সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুন্সী ওয়াহিদুজ্জামান। স্মার্ট কার্ড নিতে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ভিড় করতে থাকেন ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। বুধবার গোপালগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার বাকি ৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ২১ ইউনিয়নে বিতরণ করা হবে।
আগামী সাড়ে তিন মাসের মধ্যে সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ করা হবে এবং পরে অন্যান্য উপজেলায় শুরু করা হবে বলে জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুন্সী ওয়াহিদুজ্জামান জানান, জেলায় মোট সাড়ে আট লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। স্মার্ট কার্ডে কোনো ভুলভ্রান্তি থাকলে আমাদের অফিসে যোগাযোগ করলে তা সংশোধন করার ব্যবস্থা কর হবে।
দৈনিকদেশজনতা/ আই সি