স্পোর্টস ডেস্ক:
প্রথম দুই ম্যাচ জিতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায় টাইগারদের। তাই গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হয়ে যায় লাল-সবুজের দলের জন্য।
এখন প্রশ্ন, ফাইনালে কোন দলকে সঙ্গী হিসেবে পাবেন মাশরাফিবাহিনী- শ্রীলঙ্কা, না জিম্বাবুয়ে? অবশ্য এর জন্য অপেক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচের ফলের দিকে।
মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য সুযোগ এবং জিম্বাবুয়ের জন্য শঙ্কা রেখে গেছে। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে শ্রীলঙ্কা জয় পেলে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে। আর সে ম্যাচে বাংলাদেশ জয় পেলেও শ্রীলঙ্কার জন্য ফাইনালে খেলার আশা একেবারেই শেষ হয়ে যাবে না। তাদের তাকিয়ে থাকতে হবে রানরেটের দিকে।
অবশ্য শ্রীলঙ্কার রানরেট খুব একটা ভালো নয়। আগের ম্যাচে তারা মরিয়া হয়েছিল রানরেট বাড়ানোর জন্য। দলের পরিকল্পনাও ছিল ৪০ ওভারের আগেই বোনাস পয়েন্ট অর্জন করা। কিন্তু ম্যাচে টিকে থাকাই যখন কঠিন হয়ে যাচ্ছিল, তখন তারা পরিকল্পনা পরিবর্তন করে সতর্ক হয়ে উইকেট বাঁচিয়ে খেলা শুরু করে। ম্যাচ জিতে গেলেও রানরেটে বেশ পিছিয়ে আছে তারা।
আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সে ম্যাচে মাঠে না থেকেও ফাইনালে যাওয়ার লড়াইটা ঠিকই চালাতে হবে জিম্বাবুয়েকে।
দৈনিক দেশজনতা/এন এইচ