স্পোর্টস ডেস্ক:
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ১৩ বল ও ৩ উইকেট হাতে রেখে প্রোটিয়াদের হারিয়ে দিয়েছে তারা। লো-স্কোরিং এই ম্যাচে দুই দলের বোলারদের দাপট ছিল চোখে পরার মত। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৭.৫ ওভারে ১৯০ রান করে পাকিস্তান জিতে নেয় ম্যাচ। অস্ট্রেলিয়ার পর পাকিস্তানও উঠে গেল এবারের বিশ্বকাপের সেমিফাইনালে।
ম্যাচে দক্ষিণ আফ্রিকার শুরুটাই হয়েছিল বাজে। পাকিস্তানি পেসারদের তোপে ৪৩ রানে চার উইকেট হারিয়ে ফেলে দলটি। ওয়ান্দিলে মাকওয়েতু ও জঁ ডু প্লেসি বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ৫৯ রানের জুটি। দলীয় ১০২ রানে ডু প্লেসি ও ১৩৫ রানে মাকওয়েতু উইকেট হারালে আবার বিপদে পড়ে প্রোটিয়ারা। মাকওয়েতু দলীয় সর্বোচ্চ ৬০ রান করেন। শেষদিকে জেসন নিমান্দের ৩৬ রানে ভর করে ১৮৯ রান পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। দুই পাকিস্তানি পেসার মুহাম্মদ মুসা ও শাহিন শাহ আফ্রিদি যথাক্রমে ৩ ও ২ উইকেট শিকার করেন।
ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটাও ভাল হয়নি। ১১১ রানে দলটির ৫ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া বোলাররা আশা দেখাচ্ছিলেন ম্যাচের ফলাফল নিজেদের দিকে ঘুরিয়ে নেবার। তবে শেষপর্যন্ত পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন বাঁহাতি ব্যাটসম্যান আলি জারইয়াব আসিফ। ৭৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আসিফ। ডানহাতি অফস্পিনার নিমান্দ ৩১ রান খরচায় ২ উইকেট পান।
ম্যাচসেরার পুরস্কার পান আসিফ।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা : ১৮৯/৯ (৫০ ওভার) (ব্রিটজেক ১২, পিল্লাই ১৪, টন্ডার ৪, রোলফেস ৫, মাকওয়েতু ৬০, ডু প্লেসি ২১, নিমান্দ ৩৬, ক্লার্ক ১৬, কোয়েটজি ৩, মিনইয়াকা ৫*, মোলেফে ৪*; আরশাদ ১/২৬, মুসা ৩/২৯, আফ্রিদি ২/৩০, হাসান ১/৪০, শাফকাত ০/৪৭, তাহা ০/৭, জায়েদ ০/৭)।
পাকিস্তান : ১৯০/৭ (৪৭.৫ ওভার) (জায়েদ ১৫, রোহেল ২৩, আম্মাদ ৯, আসিফ ৭৪*, হাসান ১৪, তাহা ৯, সাদ ২৬, মুসা ০, আফ্রিদি ১*; কোয়েটজি ১/৫৩, মিনইয়াকা ১/২১, রোলফেস ১/২২, মোলেফে ১/২২, ব্রিটজেক ০/৭, ক্লার্ক ১/৩৩, নিমান্দ ২/৩১)।
ফলাফল : পাকিস্তান ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আসিফ আলি জারইয়াব।
দৈনিক দেশজনতা /এমএইচ