১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:২১

লিবিয়ায় দুই দফা বিস্ফোরণে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে দুই দফা গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ আহতদের অনেকের অবস্থা গুরুতর। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এশার নামাজের সময় মধ্যাঞ্চলীয় আল সালমানি জেলার একটি মসজিদে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, এশার নামাজ শেষে লোকজন যখন মসজিদ থেকে বেরিয়ে আসছিল তখন মসজিদের বাইরে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ১০ থেকে ১৫ মিনিট পর, যখন নিরাপত্তা কর্মী ও স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়, বিপরীত দিকের রাস্তায় থাকা একটি মার্সিডেস গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে, যা প্রথমটির চেয়ে বেশি শক্তিশালী ছিল।

খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় এবং একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়। হতাহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্য ও বেসামরিক লোক রয়েছে। এ পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, সাধারণ মানুষের ওপর সরাসরি কিংবা নির্বিচার হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ এবং এটি যুদ্ধাপরাধের শামিল।

প্রসঙ্গত, ২০১১ সালে দেশটির সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই বেনগাজিতে সংঘর্ষ অব্যাহত ছিল। যা গত বছর কিছুটা স্থিতিশীল হয়। দেশটির সেনাবাহিনীর পদচ্যুত কমান্ডার খলিফা হাফতারের বাহিনী স্থানীয় ইসলামপন্থী ও অন্যান্য বিরোধী গ্রুপের সঙ্গে লড়াই চালাচ্ছে। গেল ডিসেম্বর মাসে হাফতারের বাহিনী সেখানকার পুরো নিয়ন্ত্রণ দাবি করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ১১:৫৮ পূর্বাহ্ণ