১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৩

নড়াইলে ট্রাক চাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক:
নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় ট্রাক চাপায় নানি-নাতনি নিহত হয়েছেন।  দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২টার দিকে। নিহতরা হলেন- নানি মনোজা বেগম (৪৫) এবং নাতনি শিশু সাদিয়া (২)। মনোজা নড়াইল সদর থানার বাগডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং নাতনি সাদিয়া একই থানার চারিখাদা গ্রামের মশিউর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় কালনাঘাটগামী ট্রাক একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই নানি ও নাতনি নিহত হন। ইজিবাইকটি সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে জেলা শহরের দিকে আসছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ট্রাক বলেন, চালক পলাতক থাকলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৬:৪৮ অপরাহ্ণ