১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

শেষ ষোলোতেই জোকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক:

২০১৭ সালের উইম্বলডন টেনিসে কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন সার্বিয়ান তারকা জোকোভিচ। ইনজুরি কাটিয়ে এবার মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফিরেছিলেন সাবেক নাম্বার ওয়ান তারকা। কিন্তু ইনজুরি কাটিয়ে প্রথম কোনো টুর্নামেন্টে ফেরা সুখকর হলো না সার্বিয়ান তারকার। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় এই তারকাকে।

গতকাল মেলবোর্নে দক্ষিণ পার্কে দক্ষিণ কোরিয়ার তরুণ খেলোয়াড় হিউন চুংয়ের বিপক্ষে ৭-৬(৭-৪) ৭-৫ ও ৭-৬(৭-৩) গেমে হেরে যান টুর্নামেন্টের ছয়বারের এই চ্যাম্পিয়ন। প্রথম কোরিয়ান খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী হিউন। ম্যাচের শুরু থেকেই ইনজুরিতে ভুগছিলেন সার্বিয়ান তারকা। প্রথম সেটের পর ডান কনুইয়ের চিকিৎসাও নেন। তবে পুরো ম্যাচজুড়েই তাঁর চোখেমুখে ব্যথার ছাপ স্পষ্ট দেখা গেছে। ঠিক যেন ছন্দ পাচ্ছিলেন না। অবশেষে পরাজয় নিয়েই মেলবোর্নের সবুজ কোর্ট ছাড়তে হয় জোকোভিচের।

এদিকে, মেয়েদের এককে সরাসরি সেটে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। জাপানের নাওমি ওসাকাকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন রোমানিয়ার এই খেলোয়াড়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৩:৪৪ অপরাহ্ণ