১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:০২

নেত্রকোণায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণার কলমাকান্দায় ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা জেলার রুংআরা থানার আপারনিকুরা গ্রামের বাসিন্দা লিথন মারাক (৩৩)। সোমবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে থানায় মামলা হওয়ার পর বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মারুফুজ্জামান। এসআই জানান, লিথন মারাক সীমান্ত অতিক্রম করে প্রায়ই বাংলাদেশে অনুপ্রবেশ করে মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকালে তাকে পাঁচগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে ১৮২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এসআই আরও জানান, তিনি বাদী হয়ে থানায় লিথন মারাকের বিরুদ্ধে মাদক আইনে একটি এবং অবৈধভাবে অনুপ্রবেশ করায় আরও একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার তাকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এসআই।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ১১:৫১ পূর্বাহ্ণ