১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

দ্রুততম হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে ‘কাটার মাস্টার’

স্পোর্টস ডেস্ক: 

‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান প্রথম বাংলাদেশি হিসাবে সবচেয়ে কম ম্যাচ খেলে উইকেটের হাফ সেঞ্চুরি করতে যাচ্ছেন। ওয়ানডে ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের অভিষেক হয় ২০১৫ সালের ১৮ জুন।এ র্যন্ত ২৪ টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪৭ টি উইকেট নিয়েছেন এই তারকা। আর মাত্র তিনটি উইকেট নিলেই ওয়ানডেতে ৫০ উইকেটের মালিক হবেন হবেন এই বাহাতি পেসার।এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারের দিক থেকে সেরা অবস্থানে রয়েছেন আব্দুর রাজ্জাক।

ক্যারিয়ারের ৩২ তম ওয়ানডে ম্যাচে তিনি ৫০ তম উইকেট শিকার করেছিলেন। সৈয়দ রাসেল ও আছেন সেই তালিকায়, ক্যারিয়ারের ৩৯তম ওয়ানডেতে খেলে ৫০ উইকেট শিকার করেছিলেন তিনি।

মোস্তাফিজুর রহমানের অভিষেক হয় ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে পাঁচটি উইকেট নিয়ে আলো কাড়েন এই তারকা। অভিষেকের পরের ম্যাচে নেন ছয়টি উইকেট।ওই সিরিজে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ১৩ টি উইকেট তা ও আবার মাত্র তিন ম্যাচে। এরপর থেকেই নিয়মিত আলো ছড়াতে থাকেন তিনি। খেলেছেন বিশ্বের বড় বড় ঘরোয়া টুর্নামেন্টেও।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মোস্তাফিজ যদি তিনটি উইকেট নিতে পারেন তাহলে তিনি পেছনে ফেলবেন অনেক গ্রেট ক্রিকেটারদের।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ৯:০৩ অপরাহ্ণ