১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

টেস্টেও অনিশ্চিত ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক: 

অনেক প্রত্যাশা নিয়ে ওয়ানডে অধিনায়কত্বে ফিরিয়ে আনা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এসেছিলেনও ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলতে। কিন্তু চোটের কারণে একটি ম্যাচ খেলেই দেশে ফিরে যেতে হয়েছে তাঁকে। হতাশার কথা, এবার টেস্ট সিরিজেও অনিশ্চিত তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর খেলা নাও হতে পারে।

এই চোট ম্যাথিউসকে বেশ ভোগাচ্ছে। গত ১৮ মাসে দুবার সিরিজের মাঝপথে হ্যামস্ট্রিং চোটে পড়ে ছিটকে পড়েন। একই কারণে গত বছরের শেষদিকে ভারত থেকে দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে। ঢাকায় চলমান ত্রিদেশীয় সিরিজ থেকেও চোটের কারণে ফিজিওর পরামর্শে দেশে ফিরে যান তিনি।

ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আশঙ্কা করা হচ্ছে চোটের কারণে টেস্ট ম্যাচও হয়তো খেলতে পারবেন না তিনি। চট্টগ্রামে আগামী ৩১ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে। মিরপুরে ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর ১৫ ও ১৮ ফেব্রুয়ারি দুটি টি-টোয়েন্টি যথাক্রমে মিরপুর ও সিলেটে অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ৭:২৫ অপরাহ্ণ