নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার যোগ্যতা অর্জন করেছে দাবি করে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি তার দলের রয়েছে। সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
আজ সোমবার সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক বৈঠক শেষে এরশাদ এ কথা জানান। এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচন নিয়ে ভাবছে না। ভাবছে দলকে শক্তিশালী করার বিষয়টি।’ সংগঠন শক্তিশালী হলে সবকিছু করা যায় বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আমি প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী হতে চাই। প্রেসিডেন্ট হলে দল চালানো যাবে না।’ দলকে শক্তিশালী করাসহ নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে দলটি আগামী ১৫ ফেব্রুয়ারি মহাসমাবেশ করবে বলেও জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে মহাসমাবেশের আয়োজন নিয়েই আজকের এই বৈঠক ডাকা হয়েছিল।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

