২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সহজ জয়

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের সামনে মাত্র ১০৬ রানের লক্ষ্য রেখেছিল পাকিস্তান। তারপর দলীয় ৮ রানে কিউইদের ২ উইকেট তুলে দিয়েছিল ছোট সংগ্রহ নিয়েও লড়াইয়ের আভাস। তবে সরফরাজদের লড়াই দীর্ঘায়িত হতে দেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর সোমবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে হার দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান।

ব্যাট করতে নেমে ১.১ ওভারে দলীয় তিন রানে ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। দুই ওভার পর আবার আঘাত। এবার দলীয় ৮ রানে সাজঘরে ফেরেন উইকেটকিপার-ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। বাঁহাতি পেসার রুম্মান রইস দুটি উইকেট নিয়ে পাকিস্তানকে আশা দেখাচ্ছিলেন ম্যাচে ফেরার। সেখান থেকে ৪১ বলে ৪৯ রানের জুটি গড়ে প্রথমিক ধাক্কা সামাল দেন আরেক ওপেনার কলিন মুনরো ও টম ব্রুস। দলীয় ৫৭ রানে ব্রুস উইকেট হারালে মাঠে নামেন রস টেলর। মুনরোর সাথে তার ৪৯ রানের জুটি দলকে জয় এনে দেয়। টেলর ২২ রান করেন। ৪৩ বলে দলীয় সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন মুনরো। কিউইদের অন্য উইকেটটি নেন লেগস্পিনার শাদাব খান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। বাবর আজমের ৪১ ও হাসান আলির ২৩ রানে ভর করে ১৯.৪ ওভারে ১০৫ রান অল আউট হয় দলটি। এই দুজন ছাড়া অন্য কোন ব্যাটসম্যান দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। শূন্য রানে আউট হন তিনজন; ৩, ৭ ও ৯ রান সংগ্রহ করেছেন দুজন করে। এই ম্যাচে কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক পেসার টিম সৌদি ১৩ রানে পান ৩ উইকেট। আরেক পেসার শেথ র‍্যান্স ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন কলিন মুনরো।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দলদুটি ২৫ জানুয়ারি তারিখে মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান : ১০৫ (১৯.৪ ওভার) (ফখর ৩, উমর ০, নেওয়াজ ৭, হারিস ৯, বাবর ৪১, সরফরাজ ৯, শাদাব ০, ফাহিম ৭, হাসান ২৩, আমির ৩, রইস ০*; র‍্যান্স ৩/২৬, সাউদি ৩/১৩, গ্র্যান্ডহোম ০/১১, কিচেন ১/৩, সোধি ০/২৫, স্যান্টনার ২/১৫, মুনরো ১/১২)।

নিউজিল্যান্ড : ১০৬/৩ (১৫.৫ ওভার) (গাপটিল ২, মুনরো ৪৯*, ফিলিপস ৩, ব্রুস ২৬, টেলর ২২*; আমির ০/১৩, রইস ২/২৪, শাদাব ১/১৮, হাসান ০/২৮, ফাহিম ০/৮, নেওয়াজ ০/১৪)।

ফলাফল : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : কলিন মুনরো।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১২:৫২ অপরাহ্ণ