১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

পাকিস্তান ১০৫ রানেই অলআউট

স্পোর্টস ডেস্ক:

২০১৭ সালে মোট দশটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিল পাকিস্তান। যার আটটিতেই জিতেছিল তারা। তবে নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই নাকানি-চুবানি খাচ্ছে দলটি। ওয়ানডেতে টানা নয় ম্যাচে জিতে এসেও কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হয়েছে। তবুও ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা পাকিস্তানের আশা ছিল শীর্ষে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে অন্তত টি-টুয়েন্টি সিরিজে ভাল কিছু করা। তবে সরফরাজদের সে আশায় গুড়ে-বালি।

সোমবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে মাত্র ১০৫ রান অল আউট হয়ে গেছে পাকিস্তান। ১০৬ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য প্রথমেই ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। চার ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১৪ রানে ব্যাট করছে দলটি। পাকিস্তানের ইনিংসে দুই অঙ্কের রান করেছেন দুজন। বাকিদের ইনিংসগুলো পাশাপাশি সাজালে ঠিক টেলিফোন নম্বরের মতই দেখাবে। আবার দারুণ মিল সবার মধ্যে, ডাক মেরেছেন তিনজন, ৩, ৭ ও ৯ রান করেছেন দুজন করে। সর্বোচ্চ ৪১ রান করেছেন বাবর আজম। পেসার হাসান আলি করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান।

কিউই বোলারদের তোপে মাত্র ৩৮ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। আর ৫৩ রান ৭টি। ডানহাতি ব্যাটসম্যান বাবর সাবধানী ব্যাটিংয়ে একপ্রান্তের উইকেট ধরে রাখেন। অন্যপ্রান্তে ঝড় তোলেন হাসান। ১২ বলে ৩ ছক্কায় ২৩ রান করে এই ডানহাতি পেসার অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। ৯০ রানে নবম উইকেট পড়ে গেলে শেষ ওভারে হাত খুলে মারা শুরু করেন বাবর। আগের ৩৭ বলে কোন বাউন্ডারি না হাঁকানো এই ব্যাটসম্যান প্রথম তিন বলে এক ছক্কা ও এক চারের সাহায্যে ১২ রান তোলেন। তবে চতুর্থ বলে শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেট হারান। আউট হওয়ার আগে ৪১ বলে ৪১ রান করেন বাবর। কিউই পেসার টিম সাউদি ১৩ রান খরচায় ৩ উইকেট নেন। তার সঙ্গী আরেক পেসার সেথ র‍্যান্স ২৬ রানে পান ৩ উইকেট।

তবে বোলিংয়ে নেমে পাকিস্তানও বুঝিয়ে দিয়েছে এই ছোট লক্ষ্যও তারা সহজে পেরোতে দেবে না কিউইদের। বাঁহাতি পেসার রুম্মান রইস ৮ রানের মধ্যে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নিয়েছেন। কলিন মুনরো ৪ ও টম ব্রুস ৫ রান ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান : ১০৫ (১৯.৪ ওভার) (ফখর ৩, উমর ০, নেওয়াজ ৭, হারিস ৯, বাবর ৪১, সরফরাজ ৯, শাদাব ০, ফাহিম ৭, হাসান ২৩, আমির ৩, রইস ০*; র‍্যান্স ৩/২৬, সাউদি ৩/১৩, গ্র্যান্ডহোম ০/১১, কিচেন ১/৩, সোধি ০/২৫, স্যান্টনার ২/১৫, মুনরো ১/১২)।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১১:৪০ পূর্বাহ্ণ