স্পোর্টস ডেস্ক:
আইপিএলের আগের বছরগুলোতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের নামের সঙ্গে জুড়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এ বছর সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। ফলে আগামী ২৭ জানুয়ারি অন্য ক্রিকেটারদের মতো তাঁকেও অপেক্ষা করতে হবে নিলামের জন্য। আইপিএলের এই আসন্ন নিলামে সাকিব আছেন সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায়। এ তালিকায় সাকিবের সঙ্গে রয়েছেন বেন স্টোকস, মিচেল স্টার্ক, ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, আজিঙ্কা রাহানে, হরভজন সিং, জো রুট, ফাফ দু প্লেসিস, ডোয়াইন ব্রাভো ও কেন উইলিয়ামসন।
দামি খেলোয়াড়দের তালিকা দুই সেটে ভাগ করা হয়েছে আইপিএলে। সাকিব আছেন দ্বিতীয় সেটে। সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। শুরুতে নিলামের জন্য এক হাজার ১২২ জনের লম্বা তালিকা করলেও সেই সংখ্যা নেমে দাঁড়ায় ৫৭৮ জনে। বাংলাদেশ থেকে নিলামের এ তালিকায় রয়েছেন মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও আবুল হাসান। মোস্তাফিজের ভিত্তিমূল্য এক কোটি। তামিম, সাব্বির, মাহমুদউল্লাহ ও আবুল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।
দৈনিকদেশজনতা/ আই সি