১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে নিহত: ১

কক্সবাজার প্রতিনিধি:

উখিয়ার বালুখালী ক্যাম্পে ছুরিকাঘাতে মো: ইউসুফ আলী (৫৫) নামে এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহত ইউসুফ আলী ক্যাম্পের বি-১০ নং ব্লক থাকতেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পের বি-১০ নং ব্লকের মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, সংবাদ পেয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে ছুরিবিদ্ধ অবস্থায় রোহিঙ্গা ইউসুফ আলীর লাশ উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। মসজিদ থেকে আসার সময় রোহিঙ্গারাই ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১০:৫৮ পূর্বাহ্ণ