২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৫

উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

দৈনিক দেশজনতা ডেস্ক:

উত্তরাঞ্চলের ১৬ জেলায় ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিকদের পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে । মঙ্গলবার (২৩ মে) প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর বাগে ২৪ মে সকাল পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। এ ধর্মঘটের ফলে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়। উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ এ কর্মসূচির ঘোষণা দেন। ওইসময় তিনি বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এর আগে মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত বুধবার বগুড়া শহরতলীর চার মাথায় সেঞ্চুরি মোটেলে এবং এর কয়েকদিন আগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে দাবিগুলো মেনে নিতে ২০ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। ওইসব সভায় সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এমএইচ
প্রকাশ :মে ২৩, ২০১৭ ১১:৪২ পূর্বাহ্ণ