১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

সিঙ্গাপুরে ‘বাংলা সাহিত্য পরিষদে’র শুভেচ্ছা অনুষ্ঠান

শিল্পসাহিত্য ডেস্ক:

সিঙ্গাপুর অভিবাসী কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছে ‘সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ’। সম্প্রতি বুগিজ শহরের সিটিবুক রুমের হল রুমে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিবাসী কবিতা প্রতিযোগিতার আয়োজক শিভাজি দাস, স্থানীয় কবি গো ব্যাং চো, পাম ও সিটিবুক রুমের কর্ণধার তান ওয়ান চিন। ভারতীয় বাঙালি কবি ও অনুবাদক দেবব্রত বসুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন কবি জাকির হোসেন খোকন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন জাকির হোসেন খোকন, মনির আহমদ ও মাহবুব হাসান দিপু। সিটিবুক রুমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

অভিবাসী কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ইন্দোনেশীয় কবি ড্যানি অ্যাপ্রিয়ানি, দ্বিতীয় হয়েছেন ফিলিপিনো কবি নেইভি এল গ্যাস্কন ও তৃতীয় হয়েছেন ইন্দোনেশীয় কবি ফিত্রি দিয়াহ।

এবারের প্রতিযোগিতায় জমা হয়েছিল ১০৭ জন অভিবাসীর কবিতা। চূড়ান্ত পর্বে নির্বাচিত হন ১৯ জন কবি, বাংলাদেশি তিনজন কবি নির্বাচিত হয়েছিলেন।

২০১৪ সাল থেকে শুরু হয় অভিবাসী কবিতা প্রতিযোগিতা। প্রতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রথম তিন বছরই বিজয়ী হয় বাংলা কবিতা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ৯:১৬ অপরাহ্ণ