১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

নিখোঁজ লেকহেডের মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে ডিবি পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের দাবি, ধর্মীয় উগ্রবাদে অনুপ্রেরণা দেওয়া, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, স্বাধীনতাবিরোধী কার্যক্রম পরিচালনাসহ নানা অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলের মধ্যে তাকে আদালতে তোলা হবে।

এরআগে শনিবার বিকেল থেকে খালেদ হাসান মতিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই ঘটনায় নিখোঁজ তার অফিসের স্টাফ ইদ্রিস আলী সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৩৭৮) করেন। জিডিতে অভিযোগ করা হয়, বিকেল চারটার দিকে সাদা পোশাকে সাত থেকে আটজন লোক এসে গুলশানের লেকহেড গ্রামার স্কুলের সামনে থেকে মতিনকে তুলে নিয়ে যায়।

তখন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিন নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। জিডির পরিপ্রেক্ষিতে মতিনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এর আগে গত বছরের নভেম্বরে ঢাকার ধানমন্ডি ও গুলশানে অবস্থিত লেকহেড গ্রামার স্কুল বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি করে এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে পরিচালনা পর্ষদ করে স্কুলটি চালুর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ৩:২৭ অপরাহ্ণ