১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

পুতিনকে ইমানুয়েল ম্যাক্রনের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ২৯ মে ভারসাই প্রাসাদে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
 দু’দেশের মধ্যেকার সম্পর্কের বর্তমান টানাপড়েন প্রশমিত করতে এই আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে সোমবার এএফপি একথা জানায়।
এই বৈঠকটি এমন সময় হতে যাচ্ছে যখন ফ্রান্স-রাশিয়া সম্পর্কের তিনশ’ বছর পূর্তি উপলক্ষে সেদেশে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৭১৭ সালে রাশিয়ার জার পিটার দ্য গ্রেট প্রথম ফ্রান্স সফর করেন। বাসস।
প্রকাশ :মে ২৩, ২০১৭ ১১:৩১ পূর্বাহ্ণ