নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। আগামীকাল রোববার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে শনিবার সারাদিনই ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সাবেক গ্রাজুয়েট থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিখ্যাত মানুষরা স্বতস্ফূর্তভাবে আনন্দ উল্লাসে ভোট প্রদান করেন। ঢাবি ক্যাম্পাস যেন হয়ে উঠেছিল সাবেকদের মিলনমেলায়।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শারীরিক শিক্ষা কেন্দ্র। ২৫ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে এর আগে ঢাকার বাইরে ৪২ কেন্দ্রে ৬, ১৩ ও ১৬ই জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চার পর্বের এ নির্বাচনের আজই শেষ দিন। আগামীকাল ফল ঘোষণা করা হবে।
চলতি বছর সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীপন্থি ২৫ প্রার্থী ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’, বিএনপি ও জামায়াতপন্থি প্রার্থীরা জাতীয়তাবাদী পরিষদ’ এবং বামপন্থি শিক্ষকরা ‘প্রগতিশীল পরিষদ’ নামে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দৈনিকদেশজনতা/ আই সি