নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব ইজতেমার শেষ পর্বের মোনাজাত চলছে। রোববার সকাল ১০টা ১৮ মিনিটে মোনাজাত শুরু হয়। এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা। মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোহাম্মদ যুবায়ের। এরআগে বাদ ফজর থেকে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন হেদায়াতি বয়ান দেন। মোনাজাত অংশ নিতে তুরাগতীরে লাখো মানুষের ঢল নেমেছে। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গণে ভোর থেকে শীত উপেক্ষা করে জমায়েত হন। ইজতেমা ময়দান পূর্ণ হয়ে মুসল্লিরা সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে শরিক হয়েছেন।
গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার শেষপর্ব। ওইদিন হেদায়েতি বক্তব্য দেন তাবলিগ জামাতের মুরব্বিরা। দ্বিতীয় পূর্বের বিশ্ব ইজতেমায় ঢাকাসহ ১৩ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। গত ১২ জানুয়ারি হয় প্রথম পর্বের মোনাজাত। ইজতেমা সফল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সাত স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি