১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

দুপুরে মাঠে নামবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে রোববার দুপুরে মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১২টায়। সিরিজে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। প্রথম দেখাতে জিতেছিল জিম্বাবুয়ে। তিন জাতির এই সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে উভয় দলই দুটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের হার দিয়ে জিম্বাবুয়ে নিজেদের মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে তারা হারায় ১২ রানে। সেই হার দিয়েই শ্রীলঙ্কার শুরু। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দলের কাছে তাদের হার ১৬৩ রানে।

সিরিজে এখন যা চিত্র তাতে দুই জয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। দুই ম্যাচে একটিতে জিতে শ্রীলঙ্কার থেকে নিজেদের এগিয়ে রেখেছে জিম্বাবুয়ে। এই ম্যাচটি তাই শ্রীলঙ্কার জন্য এক অর্থে বাঁচা মরার। হারলে তাদের সিরিজে ফাইনাল খেলার স্বপ্ন শেষ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ভেবে হালকাভাবে নেওয়ার দিনটাও ফুরিয়েছে। এই জিম্বাবুয়ের কাছেই ক’দিন আগে ঘরের মাঠে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা।

দুপুরের লড়াইটা তাই দারুণ জমার কথা। দেয়ালে পিঠ থেকে যাওয়া চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা কি পারবে এখান থেকে ঘুড়ে দাঁড়ানোর গল্প লিখতে? দেখার এখন সেটিই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ১০:৩২ পূর্বাহ্ণ