১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

এবার জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭.৫০ শতাংশ হতে পারে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

এবার জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭-এর উপরে থাকবে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫০ শতাংশ হতে পারে।

শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়ামে ‘সিলেটি নাগরীলিপির নবজাগরণের আনন্দে বই উৎসব’ থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। লেখক ও চার্টার্ড একাউন্ট্যান্ট মসিহ্ মালিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উৎস প্রকাশনের প্রধান নির্বাহী ও লেখক মোস্তফা সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্টোপলিটন ইউনিভার্সিটির ইমিরেটাস অধ্যাপক মো. আবদুল আজিজ, শিশুসাহিত্যিক আলী ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌরভ শিকদার, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক কাবেদুল ইসলাম।

আবৃত্তিকার নাজমা পারভীনের সঞ্চালনায় বই উৎসবের আলোচনা পর্বে আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক এরহাজুর রহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। আলোচনাসভার পরপরই পুঁথিপাঠ ও সংগীতানুষ্ঠান হয়। এতে দেশের প্রথিতযশা বাউলশিল্পীরা সংগীত পরিবেশন করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৮:০২ অপরাহ্ণ