২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩৫
Afghan villagers gathered around several victims' body who were killed during clashes between Taliban and Afghan security forces in Taliban's controlled village, Buz-e Kandahari village in Kunduz province, north of Kabul, Afghanistan, Friday, Nov. 4, 2016, Authorities say a joint raid by U.S. and Afghan forces targeting senior Taliban commanders killed two American service members and 26 civilians on Thursday, Nov. 3, 2016. Afghan officials said they were still investigating the attack and its civilian casualties, some of which may have been caused by the airstrikes. (AP Photo/Najim Rahim)

আফগানিস্তানে সামরিক অভিযানে ১৫ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার রাতে সরকারি বাহিনীর অভিযানে দুই কমান্ডারসহ অন্তত ১৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। শনিবার স্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানান।
উত্তরাঞ্চলীয় পুলিশের মুখপাত্র আব্দুল খলিল খলিলি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের চাহার-দারা জেলায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সামরিক অভিযান শুরু করেছে। এতে জঙ্গিগোষ্ঠী তালেবানের দুই জ্যেষ্ঠ কমান্ডারসহ ১৫ জঙ্গি নিহত ও অপর সাতজন আহত হয়েছে।’ গোলযোগপূর্ণ এলাকায় এই অভিযানকালে তিন সেনাও আহত হয়েছে বলে জানা গেছে। এএফপি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৬:৪৭ অপরাহ্ণ