নিজস্ব প্রতিবেদক:
জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই এমন দাবি করে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ ন্যাপের নেতারা বলছেন, সরকারের অপশাসনে গণতন্ত্র ধ্বংস প্রায়। জনগণের ভোটাধিকারসহ প্রায় সব অধিকারই কেড়ে নিয়েছে সরকার। এ অবস্থায় দেশ চলতে পারে না।
শনিবার দুপুরে যাদু মিয়া মিলনায়তনে শহীদ আসাদ দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় দলটির মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের মুক্তির লক্ষে প্রয়োজনে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধানে পারস্পরিক সংঘাতপূর্ণ বিষয়গুলোকেও সংশোধন করতে হবে।
গোলাম মোস্তফা বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই। সব রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতাসীন সরকারের উচিত একগুয়েমি নীতি পরিহার করে অবিলম্বে জাতীয় সংলাপের আয়োজন করা।’
ন্যাপের মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ৬৯’র গণতান্ত্রিক আন্দোলনে শহীদ আসাদ লড়াই-সংগ্রামে চেতনার উৎস। একগুয়েমি ও প্রতিহিংসার রাজনীতি কখনো দেশ-জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনৈতিক অধিকার খর্ব করলে এবং গণতন্ত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করলে সরকার নিজেই একসময় বিপদে পড়তে বাধ্য। মনে রাখতে হবে গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে গিয়ে পৃথিবীতে কোনো সরকারই চিরস্থায়ী হতে পারেনি। বরং তাদের পতন হয়েছে অসম্মানজনক।’
গোলাম মোস্তফা বলেন, ‘সরকারের গণবিরোধী অবস্থান আর ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপরাজনীতি বাংলাদেশের জন্য অভিশাপ বয়ে আনছে। এ অবস্থা থেকে দ্রুত উত্তরণে ৬৯ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ আসাদের প্রদর্শিত পথে গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।’
ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম, নরসিংদী জেলা সমন্বয়কারী এখলাছুল হক, যুব নেতা আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ