১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

আল আকসা মসজিদের খতিব আসছেন ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৮ জানুয়ারি চট্টগ্রাম আসছেন মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদের গ্রান্ড খতিব শেখ ড. ইক্বরমা সাইদ আবদুল্লাহ সবরী।
আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নিতেই তিনি বাংলাদেশে আসছেন। আর্ন্তজাতিক কুরআন তিলওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদে ২৮ জানুয়ারি বিকেলে আন্তর্জাতিক এ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ মাহফিলের পৃষ্ঠপোষকতা করছেন পিএইচপি ফ্যমিলি। এতে মিশরের ড. আহমাদ আহমাদ নাইনা ও পীর শাইখ মুহম্মদ আল মুরিজি, ইরানের বিখ্যাত কারি সাইয়াদ জাওয়াদ হুসাইনি, সিরিয়ার শাইখ মুতাসিম বিল্লাহ আল আসালি, আলজেরিয়ার শাইখ রিয়াদ আল যাজায়েজি, বাংলাদেশের প্রখ্যাত কারি আহমাদ ইউসুফ আজহারি ও ভারতের কারি তাইয়্যিাব জামালসহ বিশ্বের সেরা কারিরা কোরআন তেলাওয়াত শুনাবেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৩:০২ অপরাহ্ণ