২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০০

ভারতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মুর্শিদাবাদের বেলডাঙায় যাত্রীবাহী বাস উল্টে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু। শনিবার ভোরে বেলডাঙার বেগুনবাড়ি মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের খবর, ৬০ জনের মতো যাত্রী নিয়ে আমতলা থেকে বেলডাঙার দিকে যাচ্ছিল বাসটি। বেগুনতলা মোড়ের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। বাসটি রাস্তার পাশেই নয়ানজুলিতে গিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েক জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও কয়েক জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বেলডাঙা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ