নিজস্ব প্রতিবেদক:
টঙ্গীর তুরাগ তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেনের কালান্তর বয়ানের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ফজরের নামাজের পর এক মুসল্লির নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ইজতেমা ময়দানে। ঘন কুয়াশার কারণে ইজতেমায় মুসল্লিরা জরুরি কাজ ছাড়া সামিয়ানার নিচ থেকে বের হচ্ছেন না। এরই মধ্যে চলছে ধর্মীয় বয়ান। মনোযোগের সঙ্গে বয়ান শুনছেন মুসল্লিরা। বার্ধক্যজনিত কারণে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি হলেন জামালপুরের মহর আলী।
দুই পর্বে এ নিয়ে ৫ মুসল্লিরা মৃত্যু হল। এদিকে সকাল থেকে ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লিরা ইজতেমায় সামিয়ানার নিচে অবস্থান করে ইসলামের আমল, আকিদা ও করণীয় বিষয়ে বয়ান শুনছেন। এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৭৮টি দেশের ৩৯১৭ জন বিদেশি মুসল্লি অংশ নিচ্ছেন। তা’ছাড়া দেশের ১৬টি জেলার কয়েক লাখ মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন। ইসলামী দাওয়াতের মাধ্যমে ঈমান আকিদা বিষয়ে শিক্ষা লাভ করে ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল কামনা জন্য মুসল্লিরা দেশের দূর-দূরান্ত থেকে ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। দেশ ও মানুষের জন্য প্রার্থনা করবেন বলে জানান তারা। অন্যদিকে ইজতেমা আয়োজন নিয়ে বিদেশি মুসল্লিরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন।
রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে প্রতিবারের মতো এদিন ইজতেমা ময়দানে আসবেন আরো কয়েক লাখ মুসল্লি।
দৈনিকদেশজনতা/ আই সি