৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০২

বড় জয়ের নতুন রেকর্ড টাইগারদের

স্পোর্টস ডেস্ক:

প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে আগে বাংলাদেশের সর্বোচ্চ জয় ছিল ৯০ রানের। রানের দিক দিয়ে ওটাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ছিল। শুক্রবার দ্বিতীয় জয়টা এল ১৬৩ রানের ব্যবধানে। রানের দিক দিয়ে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেই রেকর্ডটা আজ নতুন করে লেখাল মাশরাফি- সাকিবরা। নিজেরা ৩২০ রানে করে শ্রীলঙ্কাকে ১৫৭ রানে অলআউট করে দিয়ে। ১৫০ কিংবা এর বেশি রানে জেতার আর কোনো উদাহরণ নেই বাংলাদেশের। ১০০ রানের ব্যবধানে এর আগে বাংলাদেশ এর আগে সব মিলিয়ে জিতেছিল ১০ বার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ